অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৯ই এপ্রিল ২০২৫ | ২৬শে চৈত্র ১৪৩১


বোরকা পরে র‌্যাপ গানে দুনিয়া মাতালেন ইভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

৩২৭

হিপহপ বা র‌্যাপ গানের শিল্পী মানেই—কানে দুল, গলায় চেইন, পরনে টি-শার্ট, ট্র্যাকসুট, স্নিকার্স, হাতে রিং। দীর্ঘদিনের প্রচলিত এই ধারা ভেঙে নতুন রূপে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন পাকিস্তানি নারী র‌্যাপার ইভা বি। কারণ এসবের তোয়াক্কা না করে বোরকা পরে কণ্ঠে তুলেছেন র‌্যাপ গান, মন কেড়েছেন বিশ্ববাসীর; যা এখন রীতিমতো ভাইরাল।

২০১৪ সাল থেকে গান গাওয়া শুরু করেন ইভা। কিন্তু সমাজের মানুষের সমালোচনা শুনে গান গাওয়া বন্ধ করে দেন এই শিল্পী। বিরতি ভেঙে ফের গান গাওয়া শুরু করেছেন তিনি। তবে তার ভাই শর্তজুড়ে দিয়েছেন। তা হলো—বোরকা পরে গাইতে হবে গান। আর সেই শর্ত মেনেই গানে ফিরেছেন ইভা।

 

সম্প্রতি কোক স্টুডিও ‘কানা ইয়ারি’ শিরোনামে একটি গান তৈরি করেছে। আর এই গানে কণ্ঠ দিয়েছেন ইভা। গানটি নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। গত ১৯ জানুয়ারি কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পরই বিশ্ববাসীর নজর কেড়েছেন ইভা। এ পর্যন্ত ইউটিউবে গানটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ৩৫ লাখের বেশি।

ঘটনাক্রমে, একটি কম্পিউটারের ফোল্ডারে মার্কিন র‌্যাপার এমিনেমের গান পান ইভা। যখন এই র‌্যাপারের গান শুনেন ইভা তখন জানতেন এটা কোন ধরণের গান। ছন্দবদ্ধ এ গান তার ভালো লেগে যায়; সেই থেকে র‌্যাপ গানের সঙ্গে সখ্যতা ইভা বির। পাকিস্তানের সংখ্যালঘু বালোচ উপজাতির প্রথম র‍্যাপ গায়িকা ইভা বি।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে ইভা বি বলেন—‘আমি চেয়েছিলাম আমার র‍্যাপ গানের মাধ্যমে মানুষ আমার গল্প এবং লিয়ারির নারীর গল্প শুনুক। আমি এমন একটি জায়গা থেকে এসেছি, যেখানে মাত্র কয়েকটি মেয়ে এ কাজ করতে পেরেছিল এবং যে মেয়েটি র‌্যাপ গান করে তাকে আমার সমাজ সম্মানের দৃষ্টিতে দেখে না। আর এটিকে আমি চ্যালেঞ্জ করতে চেয়েছিলাম।’

ইভার র‌্যাপ গান গাওয়াকে তার মা সমর্থন দিয়েছিলেন। কিন্তু প্রথমে এটা মেনে নিতে পারেনি ইভার ভাই। কারণ তার বন্ধুরা বিষয়টি নিয়ে তাকে কটাক্ষ করতো। ইভা যখন কোনো র‌্যাপ গান ইউটিউবে আপলোড করতো, তখনই ভাইয়ের সঙ্গে মারামারি লেগে যেতো। ইভার ভাষায়—‘প্রতিবেশিরা আসতো এবং আমার ভাই আমাকে বকাঝকা করতো; যা মারামারি পর্যায়ে চলে যেতো।’

 

যদিও পরবর্তীতে ইভার ভাই তাকে বোরকা পরে র‌্যাপ গান করার অনুমতি দেন। তবে বোরকা পরে র‌্যাপ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন ইভা। আলোচিত এই গায়িকা বলেন—‘আমি যদি বোরকা না পরি তবে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা ভালো পারফর্ম করতে পারি না। বোরকা শুধু আমার মুখ ঢেকে রাখে; এটি আমার প্রতিভাকে ঢেকে দিতে পারেনি।’





লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে সরকারি শাহবাজপুর ক‌লে‌জে মানববন্ধন

গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে সরকারি শাহবাজপুর ক‌লে‌জে মানববন্ধন

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে ৩০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

লালমোহনে তেঁতুলিয়া নদী থেকে ৩০ লাখ টাকার অবৈধ জাল উদ্ধার

মনপুরায় ছাত্রদলনেতা রাশেদ হত্যার বিচারের দাবীতে বিএনপি'র সংবাদ সম্মেলন

মনপুরায় ছাত্রদলনেতা রাশেদ হত্যার বিচারের দাবীতে বিএনপি'র সংবাদ সম্মেলন

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ভোলায় জামায়াতের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ভোলায় জামায়াতের বিক্ষোভ

মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পন্য বয়কটের ডাক

মনপুরায় জামায়াত ও তৌহিদী জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভ, পন্য বয়কটের ডাক

লালমোহনে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

লালমোহনে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-১০

দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত-১০

লালমোহনে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

লালমোহনে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আরও...