অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিপুল পরিমান ফেনসিডিল ও গাঁজাসহ দুই জন গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে ফেব্রুয়ারি ২০২২ রাত ০১:৩২

remove_red_eye

৪১৩

 ভোলা সদর উপজেলায় ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মো. সাব্বির (২৪) ও একই এলাকার মো. সাকিল (২৩)। আজ রবিবার সকালে ভোলা শহরের মোল্লাপট্টি মোল্লা ব্রিজের উপর থেকে এদের আটক করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহানুরের নেতৃত্বে শহরের মোল্লাপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় মোল্লা ব্রিজের উপর থেকে দুই যুবক আটক করা হয়।

পরে তাদের সাথে থাকা স্কুল ব্যাগে ৮৮ বোতল ফেনসিডিল ও দুই কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটক দুই জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ মাদক দ্রব্য ভোলায় কাদের জন্য আনা হয়েছে সে তথ্য উদঘাটন করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।





আরও...