অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে কম্বাইন্ড হারবেস্টর মেশিন দিয়ে ধান কাটার উপর মাঠ দিবস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০১৯ রাত ০৯:০২

remove_red_eye

১১২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে কম্ভাইন্ড হারবেস্টর যন্ত্রদিয়ে ধান কাটার উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার লক্ষীপুর গ্রামে সোমবার পল্লীকর্ম-সহায়ক ফউন্ডেশনের সহযোগিতায় গ্রামীন জন উন্নয়ন সংস্থা এ ধান কাটার উপর কৃষক মাঠ দিবসের আয়োজন করে। কৃষক অহিদ সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ- ব্যাবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সিনিয়র মহা-ব্যাবস্থাপক মুহম্মদ হাসান খালেদ, আরো বক্তব্য রাখেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক কর্মসুচি হুমায়ুন কবির ও সহকারী পরিচালক আবু বকর প্রমূখ। মাঠ দিবসে এলাকার প্রায় দেড় শতাধীক কৃষক অংশ নেয়।
উল্লেখ্য যে এ যন্ত্র দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও বস্তাজাত করা যায়। সময়ও লাগে কম।