অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সাগর কন্যা কুয়াকাটায় চরফ্যাশন প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪৩

remove_red_eye

৪৫৩

এআর সোহেব চৌধুরী, কুয়াকাটা থেকে ফিরেঃ সাগর কন্যা কুয়াকাটায় চরফ্যাশন প্রেসক্লাবের বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ফেব্রæয়ারি) দুপুরে কুয়াকাটা শিকদার রিসোর্টে নান্দনিক সৌন্দর্য ও সমুদ্র সৈকতে দিন ব্যাপি আমেজ উৎসবের মধ্য দিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়। বিকেলে সী-বিচ এলাকায় ফুটবল খেলা,সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃহস্পতিবার সকালে লটারি ড্র অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আনন্দঘন এ বনভোজনের নেতৃত্ব দেন চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র। বনভোজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য কায়সার আহমেদ দুলাল ও ইউসিবি ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক শামস উদ্দিন নির্ঝর। বনভোজনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি এমআবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত, এমআমির হোসেন,নাজু পন্ডিত,কামাল হোসেন মিয়াজী,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামানসহ আরও অনেকে।





আরও...