অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের এক সদস্যক গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৮

remove_red_eye

৪২৬

 ভোলা থেকে অপহৃত এক নারীসহ আবির হাসান নামের আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবির নিজেকে ডিজিএফআই ও বিমান বাহিনীর ভুয়া কর্মকর্তা পরিচয় দিয়ে নারীদের প্রেমের ফাঁদে ফেলে বিদেশে পাচার করে আসছিল। নামে বেনামে সামাজি যোগাযোগ মাধ্যমে রয়েছে তার বিশাল নেটওয়ার্ক।

জিজ্ঞাসাবাদে আবিরের কাছ থেকে আর্ন্তজাতিক অপরাধ চক্রের বেশকিছু চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা পাহাড়পুর থেকে তাকে আটকের পর বৃহ¯পতিবার ভোলার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আবির পাবনার বড়দানগর গ্রামের রেজাউল করিমের ছেলে। আজ বৃহ¯পতিবার দুপুরে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহান সরদার।


এসময় তিনি আরো জানান, পেশাদার অপরাধী ও প্রতারক আবির হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বিমান বাহিনীর লেফটেন্যান্ট ও ডিজিএফআই’র ভুয়া মেজর পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ও ভিডিও করে রাখেন। পরে ওইসব ছবির ভয় দেখিয়ে সর্বস্ব হাতিয়ে নেয়। আবার চাকুরী দেয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে গত ১৩ ফেব্রæয়ারি ভোলা শহরের চরনোয়াবাদ এলাকা থেকে মিরা আক্তার ইতি নামের এক তরুনীকে অপহরণ করে দিনাজপুর নিয়ে যায়।

সেখানে একটি ঘরে আটকিয়ে একাধিকবার ধর্ষন করে। এর আগে মিরার পরিবারের কাছ থেকে চাকুরী দেয়ার নামে ১ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। মিরার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বুধবার তথ্য প্রযুক্তির সাহায্যে দিনাজপুরের পাহাড়পুরের ইকবাল স্কুল রোডের একটি বাড়ি থেকে আবিরকে গ্রেফতার এবং অপহৃত তরুনীকে উদ্ধার করে ভোলার পুলিশ।এদিকে আবিরের বিরুদ্ধে ভোলা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং ডিজিটাল আইনে ২টি মামলা হয়েছে। এ চক্রের প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।





আরও...