অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে আত্মরক্ষার কিশোরীদের কারাতে প্রশিক্ষণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৬

remove_red_eye

৩৬১

 “আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে’’ এই শ্লোগানে বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন দৌলতখান উপজেলার ৯ টি ইউনিয়ন থেকে ৩২ জন কিশোরীদের এজেন্সি উন্নয়নে মাসব্যাপি আত্মরক্ষার কৌশল ও দক্ষতা বৃদ্ধির জন্য কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন  দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। এসময় তিনি বলেন, ‘সুশীলনের কার্যক্রম সমুহ আমি পছন্দ করি। আমি মনে করি অনেক কাজের মধ্যে এই উদ্যোগটি সবচেয়ে ভাল।

এই প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা আতœরক্ষার কৌশল শিখবে এবং নিজেদের সুরক্ষা করতে পারবে। মেয়েদের আত্মরক্ষা জন্য কারাতে প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।এসময় উপস্থিত  ছিলেন, দৌলতখান মহিলা কলেজের অধ্যক্ষ জাবের হাছনাইন,  টেকনিক্যাল  স্পেশালিস্ট তৌফিক উল করিম চৌধুরী , সুশীলনের উপজেলা সমন্বয়ক রেখা ইয়াসমিন সহ প্রমুখ।