অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সামুদ্রিক জীব বৈচিত্র রক্ষায় সচেতনতা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৩

remove_red_eye

৩৭২

সামুদ্রিক জীব বৈচিত্র রক্ষায় চরফ্যাশনে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাদ্রাজ সামরাজ মৎস্যঘাট,চর কুকরি-মুকরি,চর মন্তাজসহ জাহাজমারা ইউনিয়নের উপকূলীয় এলাকার ঘাটগুলোতে জেলেদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র অর্থায়নে ওর্য়াল্ডফিস বাংলাদেশের ইকোফিশ-২ এর কার্যক্রমে সভায় সঞ্চালনা করেন,ইকোফিসের সহকারী গবেষক মোনাইম হোসাইন।

সভায় ঘাট সমিতির সভাপতি,সম্পাদক স্থানীয় জেলে ও মাঝিমাল্লাসহ মৎস্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এসময় হাঙর,শুশুক,শাপলাপাতা ও ডলফিন কচ্ছপসহ বিপন্ন প্রজাতির সামুদ্রিক জীব বৈচিত্র রক্ষা এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তারা আলোকপাত করেন। স্থানীয় জেলেরা বলেন, হাঙর,শাপলা পাতা ও শুশুক পরিবেশের জন্য যে প্রয়োজনীয় তা সম্পর্কে তাদের ধারণা ছিলোনা।

মৎস্যঘাট সমিতির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, আমরা সামুদ্রিক জীব বৈচিত্র বা সামুদ্রিক প্রাণী দ্বারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও এর গুরুত্ব সম্পর্কে অবগত ছিলামনা। এখন থেকে আমারা ঘাটের জেলেদের এ বিষয়ে প্রচারণা করবো। যাতে সামুদ্রিক বৈচিত্রের অংশ বিশেষ প্রাণী ও বিপন্ন প্রজাতিগুলো রক্ষায় যেন আমাদের সমুদ্রকে বাঁচিয়ে রেখে সুনীল অর্তনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
   





আরও...