অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪ | ১৯শে বৈশাখ ১৪৩১


নারিন ফেরার পর কুমিল্লাকে চেপে ধরেছে বরিশাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

২৩০

নারিনের ঝড় পাওয়ার প্লেতে ৬৩ রান তোলে কুমিল্লা। পাওয়ার প্লের শেষ ওভারে নারিন ফেরার পর থেমে যায় কুমিল্লার রানের চাকা। মুজিব-ব্রাভোরা চেপে ধরে ইমরুল কায়েসের দলকে। চার ওভারে তারা মাত্র ২১ রান নেয়। রানআউট হয়ে মাহমুদুল হাসান জয় ফেরেন মাত্র ৮ রানে। ফাফ ডু প্লেসিকে ৪ রানের বেশি করতে দেননি মুজিব। ব্রাভোর বাউন্সে ১২ রানে পরাস্ত হন ইমরুল। ১০ ওভার শেষে কুমিল্লার সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯৪ রান।

নারিন ঝড়ের পর কুমিল্লার ছন্দপতন   

 

সুনীল নারিন ঝড় তুলে আউট হন দলীয় ৬৯ রানে। তার মধ্যে তার রান ছিল ২৩ বলে ৫৭। এরপর অবশ্য ছন্দপতন ঘটেছে কুমিল্লার। ৬৯ থেকে ৯৫ রানে যেতে তারা হারিয়েছে আরও চারটি উইকেট। আউট হয়েছেন মাহমুদুল হাসান জয় (৮), ফাফ ডু প্লেসিস (৪), ইমরুল কায়েস (১২) ও আরিফুল হক (০)।

 

নারিন ঝড়ে দুর্দান্ত কুমিল্লা

 

আজও খুনে মেজাজে সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাওয়ার প্লেতে ভাসিয়েছেন রান উৎসবে। মুজিব উর রহমানকে লং অনে ৬ মেরে শুরু, প্রথম ওভারেই নেন ১৮ রান! শফিকুলের দ্বিতীয় ওভারে আবার ২ ছয় ১ চারে ১৮ রান! দুই ওভারে আসে ৩৬ রান। তৃতীয় ওভারে সাকিব মাত্র ৪ রান দিয়ে ফেরান লিটন দাসকে। ডোয়াইন ব্রাভোর চতুর্থ ওভারে মাত্র ৬ রান আসলেও সাকিবের পঞ্চম ওভারে নারিন নেন ১৬ রান! পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে মেহেদি হাসান রানাকে ৬ হাঁকিয়ে ২১ বলে দেখা পান ফিফটির। পরের বলেই সোজাসুজি উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্তর হাতে। ক্যাচ নিয়েই খুশিতে নেচে ওঠেন তিনি। পাওয়ার প্লেতে কুমিল্লার সংগ্রহ ২ উকেট হারিয়ে ৭৩ রান।

 

ফাইনালের মহারণে টস হেরে ফিল্ডিংয়ে সাকিবের বরিশাল

 

ট্রফি থেকে এক ম্যাচ দূরত্বে দুই দলই। যারা সেরাটা দিয়ে লড়তে পারবে তারাই হাসবে শেষ হাসি। বিপিএলের চলতি আসরের সেরা দুই দল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। 

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। টস হেরে ফিল্ডিং করবে সাকিব আল হাসানের বরিশাল। খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। 

 

অপরিবর্তিত দল নিয়ে নেমেছে কুমিল্লা। অন্যদিকে বরিশালের একাদশে এসেছে ১ পরিবর্তন।  জিয়াউর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন সৈকত আলী। 

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সাকিবের বরিশাল। শুরুতে হারের মুখ দেখলেও দলটি ঘুরে দাঁড়ায় সময়মতো। টানা জয়ে শীর্ষে থেকে শেষ করে রাউন্ড রবিন লিগ। প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে শ্বাসরুদ্ধকর ম্যাচে হারিয়ে নিশ্চিত করে ফাইনাল।

 

 

ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, নাজমুল হোসেন শান্ত, ক্রিস গেইল, তৌহিদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), জিয়াউর রহমান, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা ও শফিকুল ইসলাম।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), আরিফুল হক, তানভির ইসলাম,  আবু হায়দার রনি, মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসি।





শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন

শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন

ভোলায় দৃর্বৃত্তের আগুণে পান চাষীর সর্বনাশ,৫ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা

ভোলায় দৃর্বৃত্তের আগুণে পান চাষীর সর্বনাশ,৫ লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা

ভোলায়  আন্তর্জাতিক মে দিবস পালিত

ভোলায় আন্তর্জাতিক মে দিবস পালিত

মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল

মনপুরায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই জেলে ট্রলার ও জাল

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী

বিলাসিতা ছেড়ে শ্রমিকদের কল্যাণে বিশেষ নজর দিতে শিল্প মালিকদের প্রতি প্রধানমন্ত্রী

থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ড সফর নিয়ে আগামীকাল সকালে সাংবাদিকদের ব্রিফ করবেন প্রধানমন্ত্রী

তীব্র তাপদাহে ভোলার মানুষ বিপর্যস্ত পৌর মেয়রের উদ্যোগে শহরে লেবুর শরবত বিতরণ

তীব্র তাপদাহে ভোলার মানুষ বিপর্যস্ত পৌর মেয়রের উদ্যোগে শহরে লেবুর শরবত বিতরণ

লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ

লালমোহনে মন্দিরের জমিতে বসতভিটা নির্মাণের অভিযোগ

বোরহানউদ্দিনে কারিগরি ও বৃত্তিমূলক সেমিনার

বোরহানউদ্দিনে কারিগরি ও বৃত্তিমূলক সেমিনার

মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দন

আরও...