অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জয়পুরহাটে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৫:৪১

remove_red_eye

৩৮৬

জয়পুরহাটে প্রথমবারের মতো পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় শরীরে ক্যামেরা চালু থাকবে। এসব ক্যামেরা বিশেষ অভিযান এবং রাস্তায় চলাচল জটিলতা নিরসনে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

তিনি বলেন, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। এই ক্যামেরা ব্যবহারের ফলে এমন বিতর্ক আর থাকবে না।

পুলিশ সুপার আরও বলেন, অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা চালু থাকবে। আশা করি এর ফলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (জয়পুরহাট সদর সার্কেল) মাশফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান উপস্থিত ছিলেন।





আরও...