অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:১৬

remove_red_eye

৩৬৯

 ভোলার দৌলতখানে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার ভোলার বাংলাবাজার হালিমা খাতুন মহিলা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনী করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলাম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া ও আইনুন নাহান রেনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাফিজল ইসলাম। অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ৪০ জন সফল খামারিকে সনদ দেওয়া হয়। বিচারক কমিটির মুল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটেগরিতে ৯জন খামারিকে পুরস্কৃত করা হয়। পরে  অতিথিবৃন্দ বিভিন্ন স্টল প্রদর্শন করেন।