অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানের দুর্গম মদনপুর চরে বিদ্যুতের আলো


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:১৫

remove_red_eye

৪০৭

মো: মহিউদ্দিন II ভোলার মেঘনা নদীর মধ্যবর্তী দুর্গম চর মদনপুরের ঘরে ঘরে জ্বলছে বিদ্যুতের আলো। নেই কালো অন্ধকারে। চারদিকে যেন আলোর ফোয়ারা। নদীর তলদেশ ফুঁড়ে সাবমেরিন কেবলের মাধ্যমে দুর্গম পথেও ছুটেছে বিদ্যুৎ লাইন। গেল এক যুগে বিদ্যুৎ খাতে অর্জিত হয়েছে অভূতপূর্ব সাফল্য।

দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেছে দরিদ্র মানুষের জীবনযাত্রার মান। তৈরি হয়েছে নিত্যনতুন জীবিকার পথ। গ্রামে বিদ্যুৎ যাওয়ার ফলে কৃষি অর্থনীতিতে পড়েছে ইতিবাচক প্রভাব। কৃষি উৎপাদনে  বেড়েছে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। তৈরি হয়েছে জীবিকার নতুন পথ। ভোলা সদর দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন এখন পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত।

মদনপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের শাহে আলম  মেম্বার জানান " আমাদের এই প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ আসায় জনগণের বসবাস, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে। এই  বিদ্যুৎ পেয়ে মদনপুর এলাকাবাসী অত্যন্ত খুশি আমরা আশাবাদী এই বিদ্যুৎ ব্যবহার করে তারা বিভিন্ন ফার্ম, কৃষি ক্ষেতে সেচের ব্যবস্থা করে ফসল চাষ করবে বলে জানান।