অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে মাদ্রাসার শিশুদের মাঝে কম্বল বিতরণ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:১১

remove_red_eye

৩৭৫

 ভোলার তজুমদ্দিন উপজেলার নুরানি হাফিজি কওমি মাদ্রাসার লিল্লাহ বোডিং এর শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন তুজমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার রাত ১০টার দিকে উপজেলার চাদঁপুর ইউনিয়নের মারকাজ মসজিদ সংলগ্ন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসায় শতাধিক কম্বল নিয়ে হাজির হন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। পরে তিনি দেখে দেখে নিজ হাতে উপস্থিত অসহায় ও দুস্থ শিশুদের হাতে কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাসেদ খান, চাদঁপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, মাদ্রাসার পরিচালক জোবায়ের আহমেদ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম জানান, এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের নির্দেশনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার এভাবেই সরাসরি অসহায়দের হাতে তুলে দেয়া হবে।