অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে ভোরের কাগজ প্রকাশনার ৩১ বছর পদার্পণে র‌্যালী আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:৪১

remove_red_eye

৩১৮


এআর সোহেব চৌধুরী II মুক্তিযুদ্ধ ও অসা¤প্রদায়িক চেতনাকে ধারণ করে ভোরের কাগজ প্রকাশনার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে চরফ্যাশন উপজেলায় উৎসব মূখর পরিবেশে কেক কাটা আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠীত হয়েছে। মঙ্গলবার (১৫ফেব্রæয়ারী) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন প্রেসক্লাবে আমন্ত্রীত অতিথিদের নিয়ে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ভ‚মি আবু আবদুল্লাহ খান ও চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল,অধ্যাপক মনির উদ্দিন চাষি,চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ্য আবুল হাসেম মহাজন ও সাধারণ স¤পাদক অধ্যক্ষ্য মনির আহমেদ শুভ্র। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি এমআবু সিদ্দিক,ইয়াছিন আরাফাত,এমআমির হোসেন,কামাল হোসেন মিয়াজী,যুগ্ম স¤পাদক জামাল মোল্লা,নোমান সিকদার,দপ্তর স¤পাদক মিজান
নয়ন,ক্রীড়া স¤পাদক মাহবুবুর রহমান নাজমুল,সাহিত্য স¤পাদক সাইফুল ইসলাম মুকুল,সদস্য এম লোকমান হোসেন ও নুরুল্লাহ ভ‚ইয়া প্রমুখ। অনুষ্ঠানে ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এআর সোহেব চৌধুরীর সভাপতিত্বে বক্তারা বলেন,প্রিন্ট মিডিয়াকে টিকিয়ে রাখা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মহান মুক্তিযুদ্ধ ও অসা¤প্রদায়িক চেতনাকে ধারণ করে ভোরের কাগজের যাত্রা শুরু হয়। আর এ চেতনাকে লালন করে দেশ ও দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে ভোরের কাগজ। যার ফলে এ পত্রিকাটি অন্যায় অবিচারের সঙ্গে আপসহীন অবস্থানে থেকে দেশের স্বার্থ ও সমৃদ্ধিও পক্ষে সুদৃঢ়ভাবে কাজ করায় পাঠকের কাছে ভোরের কাগজ এখনো স্বগৌরবে আলাদা মর্যাদায় রয়েছে। অবিচল সংগ্রাম করে দীর্ঘ পথচলায় পত্রিকাটির স¤পাদক শ্যামল দত্তের ভ‚মিকা ও পত্রিকাটির সকল সহযোগী কর্মকর্তাদের প্রশংসা করেন আমন্ত্রীত অতিথিরা। আলোচনা শেষে বেলা ১১টায় চরফ্যাশন কলেজ রোডে র‌্যালীতে অংশগ্রহণ করেন তাঁরা।