অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:৩৬

remove_red_eye

৩৭৪

ভোলার দৌলতখানে উপজেলার উত্তর জয়নগরে ব্যাবসায় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বিশ^ ব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)  প্রশিক্ষনের আয়োজন করে।  ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় এসইপি প্রকল্পের অধীনে “ভোলা জেলায় পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজারজাতকরণ সম্প্রসারণ” উপ-প্রকল্পের অধীনে মঙ্গলবার  উত্তরজয়নগর শাখায় ব্যবসা উন্নয়ন বিষয়ক শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ সচিব, মোঃ রিয়াজ উদ্দিন, । প্রশিক্ষনে সংস্থার এসইপি প্রকল্পের পক্ষ থেকে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, টেকনিক্যাল আফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান সজল, মার্কেটিং এন্ড প্রমোশন অফিসার , নুসরাত জাহান, ইনভায়রোনমেন্ট অফিসার  এসএম সাকিবুল ইসলাম, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ আবদুল হাই, এবং শাখা ইনচার্জ, মোঃ আবদুল্লাহ।
উক্ত প্রশিক্ষণে ভোলা সদর ও  দৌলতখান উপজেলার পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত  ৩০ জন সদস্য অংশ নেয়।