অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে এমপি শাওনের মায়ের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:৩২

remove_red_eye

৩৬৯

 তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি'র প্রধান পৃষ্ঠপোষক ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর মমতাময়ী মা হোসনেআরা চৌধুরীর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মঙ্গলবার আসরবাদ তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন এর সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক সাদির হোসেন রাহিম এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাবুদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাবেক সভাপতি গাজী আব্দুল জলিল, সাধারণ স¤পাদক এম নূরুন্নবী, কৃষকলীগ সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, ছাত্রলীগ নেতা তুহিন তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহসেন উদ্দিন। উল্লেখ্য এমপি শাওনের মা হোসনেআরা চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।