অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ৮ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:২৮

remove_red_eye

৪০৭

 বেসরকারি স্কুল ,কলেজ ও মাদ্রাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে ভোলায় শিক্ষকরা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে স্বাধীনতা শিক্ষক ফেডারেশনের ব্যানারে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে ভোলা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের আহŸায়ক সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যক্ষ কামাল উদ্দিন, অধ্যক্ষ ও সংগঠনের যুগ্ম আহŸায়ক মুহাম্মদ মাওলানা নূরুল  আমিন , ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু প্রমুখ। এসময় বক্তারা, মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে সার্বজনিন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নসহ ৮ দফা দাবী জানান।





আরও...