অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সম্মাননা পেলেন ৩ নারী বীর মুক্তিযোদ্ধা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ দুপুর ০২:২৭

remove_red_eye

৩৭৭

 মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহনকারী ভোলার ৩ নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এই সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। সংবর্ধনা প্রাপ্ত ৩ নারী বীর মুক্তিযোদ্ধা হলেন ভোলার চরফ্যাসন উপজেলার সিরাজ উদ্দিনের মেয়ে ফরিদা বেগম , দৌলতখান উপজেলার কাজী বাড়ির রুস্তুম আলী কাজীর মেয়ে নুরন্নাহার , বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু এলাকার মধু সুধন দেবনাথের মেয়ে বিন্দু রানী শার্মা।


এসময় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন,মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহŸানে সাড়া দিয়ে নারী-পুরুষ,কিশোর-কিশোরীসহ বৃদ্ধ বনিতা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধে পুরুষ দের পাশাপাশি নারী বীর মুক্তিযোদ্ধাদের অংশ গ্রহন ছিলো বীরত্বগাঁথা।


সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুজিত হাওলাদার,জেলা তথ্য অফিসার নুরুল অমিন,ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ,ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,ভোলা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: অহিদুর রহমান , মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,মুক্তিযোদ্ধা আবুল হোসেন,মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যগন।
 উল্লেখ্য, সারাদেশে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মননা-২০২২ এর আয়োজন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। এতে ঢাকায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। সম্মননা অনুষ্ঠানে সভাপত্বিত করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।


 





আরও...