অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার গ্যাস ঘরে ঘরে সংযোগের দাবিতে মানববন্ধন বিক্ষোভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই ফেব্রুয়ারি ২০২২ সকাল ১১:৩৩

remove_red_eye

৪১৮

 অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই। এই ¯েøাগান নিয়ে ভোলায় বসত বাড়িতে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার সকালে ভোলা খেলাঘাট সড়কের "সুন্দর বন গ্যাস কোম্পানি লিমিটেড এর অফিসের সামনে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।


ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল জলিল নান্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: বিল্লাল সিকদার, রবিউল আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলায় গ্যাসক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে । ভোলার উত্তোলনকৃত গ্যাস ভোলার মানুষ কে ব্যাবহারের জন্য গৃহস্থালী গ্যাস অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ ও ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী পরিবারকে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের সংযোগ প্রক্রিয়া দ্রæত শুরু করার দাবি জানান। পরে আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।





আরও...