অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ডেঙ্গু আক্রান্ত ছাত্রলীগ নেতার পাশে এমপি জ্যাকব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০১৯ রাত ১০:৪৮

remove_red_eye

৬৮৯

আমিনুল ইসলাম, চরফ্যাশন ।। চরফ্যাশন উপজেলার ওচমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ডেঙ্গু আক্রান্ত মিজান মোল্লাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
গতকাল দুপুরে ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্যে ডাক্তারের সাথে মরামর্শ করেন। ডাক্তার বলেছেন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তবে শারিরীক অবস্থা ভাল। এই সময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সভাপতি হায়াত উল্যাহ চৌধুরী রিজভী, সাধারণ সম্পদক আল আমীন মুন্সিসহ ছাত্রলীগ নেতৃবৃন্ধ।
জেএস/০৪ জুলাই