অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় উদ্ধার হওয়া মেছো বাঘের বাচ্চাগুলো ভালো আছে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:২৮

remove_red_eye

৪৩৫



হাসনাইন আহমেদ মুন্না II ভোলার বোরহানউদ্দিন উপজেলায় উদ্ধার হওয়া মেছো বাঘের ৪টি বাচ্চা সুস্থ্য ও ভালো আছে। প্রতিদিন রাতে মা বাঘটি এসে বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে যায়। এর আগে বুধবার (৯ ফেব্রæয়ারি) উপজেলার পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর গ্রামের হাসেম ব্যাপারি বাড়ির সোলায়মানের লাকরির ঘরে মেছো বাঘের বাচ্চা ৪টি পাওয়া যায়। পরে বন বিভাগের কর্মীরা খবর পেয়ে সেখানে এসে উদ্ধার হওয়া স্থানেই বাচ্চাগুলো রেখে যায় এবং বাঘ শাবকগুলোর কোন ক্ষতি হবেনা মর্মে বাড়ির মালিকের মুচলেকা রাখা হয়।
বন বিভাগের বন্যপ্রাণি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, মেছো বাঘ যেহেতু মানুষের কোন ক্ষতি করেনা এবং শাবকগুলো অনেক ছোট হওয়ায় উদ্ধার হওয়া স্থান থেকে অপসারণ করা হয়নি। এতে করে শাবকগুলো দুধ পানসহ মাতৃ¯েœহে লালিত হচ্ছে এবং স্বাভাবিক রয়েছে। বর্তমানে বাচ্চগুলোর বয়স প্রায় এক মাস করে। আরো হয়ত ২৫-২০ দিন এমনি করে মায়ের দুধ খাবে। তারপর প্রাকৃতিক ভাবেই ওরা মায়ের সাথে জঙ্গলে চলে যাবে।
ঐ বাড়ির মালিক মো: সোলায়মান জানান, তার রান্নাঘরের উপরে মাঁচা তৈরি করে লাকরি রাখেন। অনেক দিন রান্না ঘরের উপর থেকে লাকরি না নামানোর সুজগে কোন এক সময় মেছো বাঘ এসে বাচ্চা প্রসব করে। লাকরি ঘরের পাশে নারকেল গাছ থাকায় সেই গাছ বেয়েই বাঘটি আসে। রাতে যখন মা বাঘটি আসে তখন বাচ্চাগুলো ডেকে উঠে ও লাকরির শব্দ হয়। তাই সহজেই টের পাওয়া যায়। দিনের বেলায় আর মা বাঘটির দেখা পাওয়া যায়না।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম আরো জানান, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব মেছো বাঘ বেশ উপযোগী। কিন্তু সাম্প্রতিককালে নানান কারণে এসব প্রাণির আবাসস্থলের সংকট দেখা দিচ্ছে। একটা সময় প্রচুর মেছো বাঘের দেখা মিল্লেও এখন এদের সংখ্যা কমে আসছে। তাই এসব প্রাণিদের রক্ষায় সবাইকে আরো সচেতন হওয়ার আহŸান জানান তিনি।





আরও...