অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানের সাবেক মেয়র বিএনপি নেতা মাকসুদ জমিদারের মৃত্যুতে শোক প্রকাশ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩৪

remove_red_eye

২৯৫

 দৌলতখান উপজেলা বিএমপির সাবেক সভাপতি এবং দৌলতখান পৌরসভার সাবেক মেয়র মাকসুদুর রহমান সিকদার ওরফে মাকসুদ জমিদারের (৬৫) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহীম। এছাড়া বোরহানউদ্দিন উপজেলা বিএনপি স¤পাদক মাফরুজা সুলতানা, পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়া, যুগ্ম সাধারণ স¤পাদক সরোয়ার আলম খান, হুমায়ুন কবির সেলিম, সাংগঠনিক স¤পাদক নাসিম কাজী, পৌর বিএনপির যুগ্ম স¤পাদক বশির আহাম্মদ, সাইদুর রহমান লিটন, উপজেলা যুবদল সভাপতি আলী আকবর পিন্টু, শ্রমিক দল সভাপতি আলমগীর মাতব্বর প্রমূখ মরহুমের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য,শনিবার রাত সাড়ে ৮ টায় চিকিৎসাধিন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আতœীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার বিকাল ৫টায় দৌলতখান বাজারে মরহুমের জানাজা নামজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন স¤পন্ন হয়।