অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩১

remove_red_eye

৩৩৯

হাসনাইন আহমেদ মুন্না II ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর। উপজেলার মোট ৬০ জন প্রান্তিক কৃষক কর্মশালায় অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণে মূলত গোল আলু, মিষ্টি আলু, পানি কচু, লতি কচু, মেটে আলু, ওল কচু ইত্যাদী বিষয় নিয়ে কৃষকদের সাথে আলোচনা করা হয়। এসব সবজির মানসম্মত বীজ ব্যবহার করে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদের ধারনা দেয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: ওমর ফারুখ, উপ সহকারী কৃষি অফিসার সৈয়দ ফাহিম, মিজানুর রহমান রনি প্রমূখ বক্তব্য দেন।