অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় ক্রিকেট লীগের দ্বিতীয় ম্যাচে আমির স্মৃতি সংঘ জয়ী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৫২

remove_red_eye

৫৭৫




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার গজনবী স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া মুজিব বর্ষের ক্রিকেট লীগের দ্বিতীয় ম্যাচে শনিবার ৬৪ রানের ব্যবধানে রাজধানী ডিপার্টমেন্টাল স্টোর কে হারিয়ে জয় পেয়েছে আমির স্মৃতি সংঘ।  প্রথম ব্যাট করতে নেমে ৪০ ওভার ৪ বলে ১৭৪ রান করে আমির স্মৃতি। এ সময় অমি সর্বচ্চ ৫৮ রান করে। জবাবে রাজধানী ডিপার্টমেন্টাল স্টোর টিম সব ইউকেট হারিয়ে ১১০ রান করে। ওই দলের আফিফ সর্বচ্চ ৩৮ রান করে। এ ছাড়া অমির স্মৃতির মাহিন ৩০ রান দিয়ে ৪ উইকেট পায়। ওই ম্যাচের আম্পেয়ার ছিলেন  সদর কোর্টের স্টাফ আক্তার হোসেন। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মোঃ ফয়সাল,  সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ সম্পাদক রবিন চৌধুরীসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তরা সার্বিক দায়িত্ব পালন করেন।