অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:০৪

remove_red_eye

৪১৮


 
অচিন্ত্য মজুমদার : ভোলায় এসএসসি ৯৯ ব্যাচ এর উদ্যোগে শতাধিক অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।  শুক্রবার সকাল ১১ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন এসএসসি ৯৯ ব্যাচ ভোলা কমিটির নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ৯৯ ব্যাচের ছাত্র ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল হান্নান, বোরহানউদ্দিন পৌরসভার সচিব প্রনয় সাহা, ডিবিসি নিউজ ভোলা জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইনুল ইসলাম, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মেহেদী হাসান, গণ ও পূর্ত বিভাগের সহকারী হিসাব কর্মকর্তা মোঃ জাহিদসহ অনেকে।শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। শীতার্তদের মাঝে এসএসসি ৯৯ ব্যাচ ভোলা কমিটির শীতবস্ত্র বিতরণ একটি মহতি উদ্যোগ। শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার ও আহŸান জানান তারা।এরআগে ওই ব্যাচের আয়োজনে বোরহানউদ্দিন, দৌলতখানে প্রায় ৫ শাতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।







আরও...