অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে তথ্য অফিসের পথ প্রচার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

৩৪১



হাসনাইন আহমেদ মুন্না :  জেলার উপজেলা সদরে করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধকল্পে পথ প্রচার কার্যক্রম চালানো হয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যেগে বুধবার রাতে ভেলুমিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও জনবহুল স্থানে করোনা নিয়ন্ত্রণে সার্বিক কার্যাবলি/চলাচলের বিধি নিষেধ আরোপের উপরে জনসাধরণকে সচেতন করা হয়। এসময় মানুষজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি নিয়মিত মাস্ক ব্যবহারের উপর জোর দেওয়া হয়।
জেলা তথ্য কর্মকর্তা মো: নুরুল আমিন বৃহস্পতিবার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সাধারণ মানুষকে উদ্বোদ্ধ করতে প্রতিদিনই প্রচারের মাধ্যমে কাজ করছে তথ্য অফিস। শহরের তুলনায় গ্রামের মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাশীন বেশি। তাই গ্রামগুলোতে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। বার বার প্রচারের ফলে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসছে বলে মনে করেন তিনি।





আরও...