অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বিকল্প কর্মসংস্থানের জন্য অসহায় জেলেদের গরুর বাচ্চা বিতরণ


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫৩

remove_red_eye

৩১৬



হাসনাইন আহমেদ মুন্না : জেলার বোরহানউদ্দিন উপজেলায় বৃহস্পতিবার অসহায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি গরুর বাচ্চা (বখনা বাছুর) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্তরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী ১০ জন জেলের মাঝে গরু তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আলী আহমদ আখন্দ প্রমূখ উপস্থিথ ছিলেন।
আয়োজকরা জানান, জেলার ৭ উপজেলায় গত বছর থেকে ৪ বছর মেয়াদের এই প্রকল্প চালু রয়েছে। এতে মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়িসহ জেলেদের চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এর আগে এমপি মুকুল বোরহানউদ্দিন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করেন।