অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগের উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:৫০

remove_red_eye

৩৯৫


বাংলার কণ্ঠ প্রতিবেদক : মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভোলায় ক্রিকেট লীগ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে গজনবী স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।  এদিকে করোনার প্রভাব কাটিয়ে দীর্ঘদিন পর বনার্ঢ্য আয়োজনে মাঠে ফিরতে পেরে খুশি ক্রিকেটাররা।

খেলোয়াড়দের মাঠ মুখি করতে ক্রিকেট লীগের আয়োজন করে ক্রীড়া সংস্থা। এতে দুটি গ্রæপে মোট দশটি দল অংশ নিবে। দলগুলো হচ্ছে ভেদুরিয়া স্পোটিং ক্লাব, শাহবাজপুর স্পোর্টিং ক্লাব, কালিনাথ বাজার একতা সংঘ, কালিবাড়ি রোড ক্রিকেট ক্লাব, আমির স্মৃতি একাদশ, ওয়েস্টার্ণ ব্রাদার্স, রাজরানী ডিপার্টমেন্টাল স্টোর, সদর রোড ক্রিকেট ক্লাব, উমামা স্পোর্টিং ক্লাব ও কে আলী মেমোরিয়াল ক্লাব। সাদা বলে খেলা হবে ৫০ ওভার করে। গ্রæপ পর্যায় থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ৪টি দল সেমিফাইনাল খেলবে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় গজনবী স্টেডিয়ামে বেলুন উড়িয়ে  লীগের  উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এর আগে জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ক্রীড়া সংস্থার সম্পাদক ইয়ারুল আলম লিটন সহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় খেলাধুলার উন্নয়নে একটি ক্রিকেট স্টেডিয়ামসহ বিভিন্ন দাবি জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, আমরা অন্যান্য সকল দিক দিয়ে উন্নয়ন করেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অনেক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ফলে খেলাধুলায় বিশেষ করে ক্রিকেটে অনেক এগিয়ে গেছি।

এদিকে  খেলা ধুলার মানোন্নয়নে নতুন স্টেডিয়াম করাসহ মন্ত্রণালয় ও  ক্রিকেট বোর্ড সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। ক্রিকেট লীগের উদ্বোধনের পাশাপাশি  পাশাপাশি সদ্য সমাপ্ত দাবা  ও কাবাডি লীগে বিজয়ীদের  মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ভোলার ২টি প্রতিবন্ধী স্কুলকে খেলার সামগ্রী দেওয়া হয়। আজ শুক্রবার উদ্বোধনী ম্যাচে কালীনাথ রায় বাজার একাদশ বনাম কালিবাড়ী একাদশ অংশ নিবে। আগামী ০৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






আরও...