অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:২৮

remove_red_eye

৪০২




হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান পৌরসভায় আজ প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে ২’শ অসহায় মানুষের মাঝে এসব কম্বল তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার ভবানিপুর ও রাধাবল্লব বাজার এলাকায় মেঘনা নদীর ভাঙ্গন বন্ধে ৫২২ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।