অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


৮ দফা দাবীতে দৌলতখানে শিক্ষকদের মানববন্ধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:২৭

remove_red_eye

৪২৬




দৌলতখান প্রতিনিধি : স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করন ও এমপিওভুক্ত সহ ৮ দফা দাবীতে ভোলার দৌলতখানে ইবতেদায়ী শিক্ষক-শিক্ষিকারা মানববন্ধন করেছেন।

বুধবার দুপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের উপজেলা সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান, আহŸায়ক জামাল উদ্দিন, সাবেক সম্পাকদ কবির আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে রেজিষ্ট্রেশন হওয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করতে হবে। এছাড়াও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, ডাটা বেইজ চূড়ান্ত সহ ৮ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাওলাদারের কাছে স্মরকলিপি প্রদান করেন শিক্ষকরা।