অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় জাতীয়করণ সহ ৮ দফা দাবীতে শিক্ষকদের মানববন্ধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১০:২৬

remove_red_eye

৪৬৪




মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় ৩৭ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্সার ১৮৫ জন শিক্ষক জাতীয়করণসহ ৮ দফা দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন করে। পরে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রীর কাছে দেন মনপুরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা।

বুধবার সকাল ১০ টায় মনপুরা প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন শিক্ষকরা। এই সময় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সম্পাদক মোঃ জামাল উদ্দিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন সভাপতি মোঃ আবদুস সালাম।

তিনি বলেন, সারা দেশে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বৈষ্যমের শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। পরে শিক্ষা মন্ত্রীর কাছে শিক্ষকদের দাবীকৃত  জাতীয়করণ, মাদরাসা নীতমালা, ডাটাবেইজ চূড়ান্ত, পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, মাদ্রাসা বোর্ডের অর্ন্তভূক্তকরণ, মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, একজন অফিস সহায়ক ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের অটোপাশের প্রজ্ঞাপন জারী করার ৮ দফা দাবী দ্রæত বাস্তবায়নের অনুরোধ করেন।

এই সময় অন্যন্যের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, মনপুরা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দিন, আন্দির পাড় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাহমুদা বেগম, প্রবীন শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মোঃ আবদুল মতিন ডাক্তার, শিক্ষক মোঃ সোলায়মান, সন্ধীপ পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সোলায়মান সহ অন্যান্য শিক্ষকরা।