অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে পাটের মোড়ক ব্যবহার না করায় ১১ হাজার টাকা জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:৫৪

remove_red_eye

৩৭৪




হাসনাইন আহমেদ মুন্না :  জেলার বোরহানউদ্দিন উপজেলায় পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন বাজার এলাকায় প্রায় দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এই অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুর রহমান জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নের লক্ষে আজকের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭টি মামলা দায়ের করা হয়। এসময় জরিমানার পাশাপাশি পণ্যে পাটজাত  মোড়ক ব্যবহারের জন্য ব্যবসায়ীদের উদ্বোদ্ধ করা হয়।
মোবাইল কোর্টে পাট কর্মকর্তা মো: লুৎফুর রহমানসহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।