অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানে জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য গরু বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:১৭

remove_red_eye

৩৬৭




 হাসনাইন আহমেদ মুন্না : ভোলার দৌলতখান উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ১০টি গরুর বাচ্চা (বখনা বাছুর) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে গরু তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য আলী আজম মুকুল এমপি।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা এস. এম আজাহারুল ইসলাম, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো: মামনুর রশিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেখ হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মাহফুজুল হাসনাইন প্রমূখ উপস্থিথ ছিলেন।দেশীয় প্রজাতির (গরুর-বাছুর) পেয়ে হাসি ফুটেছে জেলে পরিবারগুলোর মধ্যে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন,ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার সময়ে জেলে পরিবারগুলো যাতে কর্মহীন হয়ে না পড়ে , তাই মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের এ সকল পদক্ষেপের কারণে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, জেলার ৭ উপজেলায় গত বছর থেকে ৪ বছর মেয়াদের এই প্রকল্প চালু রয়েছে। এতে মোট ৩ হাজার ৫০০ জেলেকে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। জেলেদের জন্য গরুর বাচ্চা ছাড়াও হাঁস, মুরগি, সেলাই মেশিন, ভ্যান গাড়িসহ জেলেদের চাহিদা অনুযায়ী উপকরণ ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।