অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ভারসাম্যহীন বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন পুলিশের এসআই


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫৩

remove_red_eye

৪৪৩

এম ইসমাইল II ভোলায় মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন পুলিশের এক এসআই। মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধার নাম জান্নাত (৫৪) বেগম। শনিবার (৫ ফেব্রæয়ারি) সকালে ভোলার উপ-শহর বাংলাবাজার থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।


এ বিষয়ে এসআই গোলাম মোস্তফা বাংলার কন্ঠকে জানান, গত শুক্রবার সকালে আমি ফাঁড়ি থেকে বের হয়ে মাছ বাজার এলাকায় গেলে সেখানে রাস্তার পাশে মাঝ বয়সী এক নারীকে শুয়ে থাকতে দেখেন। তার শরীরের একটি অংশে পচন ধরেছে। ক্ষতস্থান থেকে পোকা বের হচ্ছে। বিষয়টি তার মনে নাড়া দেয়। তখন সেখানে থাকা পলাশ নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে স্থানীয় একটি ওষুধের দোকান থেকে প্রাথমিক চিকিৎসার কিছু সরঞ্জাম নিয়ে দুই জনে ওই নারীর ক্ষতস্থান পরিষ্কার করেন। তার সমস্ত  শরীরের ময়লা কাপড় খুলে পাশের একটি বাসা থেকে পুরাতন কাপড় এনে তা পারিয়ে দেন।

পরে একটি অটোরিকশা ভাড়া করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসাপাতালে ভর্তি কারোনর পাশাপাশি গত দুই দিন ধরে নিয়মিত তার খোঁজ নেন এ পুলিশ কর্মকর্তা। চিকিৎসকদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। তিনি আরো জানান, এ পাগল নারীকে গত কয়েক দিন ধরেই বাংলা বাজারে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কে বা কারা সম্ভবত তার শরীরের পেছনের অংশে গরম পানি দিয়ে ঝলসে দিয়েছে। আর সেখান থেকেই শরীরে পচন ধরেছে। তার মানসিক সমস্যা থাকায় সে ঠিকমত কথা বলতে পারছে না। তাই তার পরিচয়ও নেয়া সম্ভব হয়নি। তিনি আরও তাঁর চিকিৎসার সকল খরচ বহন করছেন।

    





আরও...