অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলা হাসপাতালের ১০ নার্স করোনায় আক্রান্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪২

remove_red_eye

৪৭৩

 ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ১৪ নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। যাঁর মধ্যে ৪ জন সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। বাকি ১০ জন এখনও নিজ বাসায় চিকিৎসাধীন আছেন।
ভোলা সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার লাইলী বেগম বাংলার কন্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছেন। লাইলী বেগম আরও জানান, ২৬ জানুয়ারি সর্বপ্রথম শাহানাজ খান ও শোয়াইবুর রহমান নামে দুইজন নার্স করোনায় আক্রান্ত হয়। তারপর পর্যাক্রমে  রোববার (৬ ফেব্রæয়ারি) পর্যন্ত মোট ১৪ জন নার্স আক্রান্ত হয়। আক্রান্ত হওয়া সকলে করোনার দ্বিতীয় ডোজসহ বুস্টার ডোজও দিয়েছেন। সদর হাসপাতালে মোট নার্সের সংখ্যা ৫৩ জন। যাঁর মধ্যে ১৪ জন আক্রান্ত হয়ে পড়ায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ শফিকুজ্জামান জানান, আক্রান্ত নার্সারা করোনার দ্বিতীয় ডোজসহ বুস্টার ডোজও নিয়েছেন। তারপরে তাঁরা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তাদেরকে নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলেও জানান তিনি।