অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় স্কুল ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৪০

remove_red_eye

৫২৮

আকতারুল ইসলাম আকাশ II ভোলায় দুইটি স্কুল ব্যাগ থেকে তিনটি গাঁজার পোটলা উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ৩ মাদক ব্যবসায়িকে। সোমবার (৭ ফেব্রæয়ারি) দুপুর আড়াইটার দিকে ভোলা সদর উপজেলা ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাদেরকে আটক করে।আটককৃত ৩ মাদক ব্যবসায়ী হলেন, চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ গ্রামের আব্দুল শহীদের ছেলে মো. রুবেল (৩২), বাগেরহাট জেলার চিতলমারী থানার চর শৈলদাহ গ্রামের সোলেমান শেখের ছেলে মো. কামরুল শেখ ও কুমিল্লা জেলার নোয়াগ্রামের মো. শহীদের ছেলে মো. রাসেল (২৮) হোসেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলার কন্ঠকে জানান, আটককৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।





আরও...