অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয় বদলির বিরুদ্ধে ফেইসবুকে স্টাটাস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০১৯ রাত ১০:৪২

remove_red_eye

৬১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাসন উপজেলার চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাথমিক আলাউদ্দিন হাওলাদার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সমন্বয় বদলির বিরুদ্ধে ফেইসবুকে স্টাটাস দেয়ায় তাকে তাৎক্ষণিক শাস্তিমূলক প্রশাসনিক বদলি এবং সেই সাথে ডিজিটাল আইনের আওতায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত ৫ আগস্ট সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত এক চিঠির আলোকে এই তথ্য জানা গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার তার দপ্তরের ১৫৯৮ নং স্মারকের এক পত্রে উল্লেখ করেন, প্রধান শিক্ষক আলাউদ্দিন হাওলাদার ফেইসবুকে তার নিজস্ব আইডি থেকে সরকারের সমন্বয় বদলির সিদ্ধান্তের বিরুদ্ধে স্টাটাস দিয়েছেন যা সরাসরি সরকারি আদেশের বিরুদ্ধাচারণ ও সরকারের বিরুদ্ধে জনমত গঠনের সামিল। এই অপরাধে তাকে জেলার বাইরে প্রশাসনিক বদলিসহ ডিজিটাল আইনের আওতায় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
উল্লেখ্য, তিনি তার স্টাটাসে লিখেছেন “ সমন্বয় বদলি প্রজ্ঞাপন বাতিলের জন্য মহামান্য হাইকোর্টে রিট করতে চাই প্রাথমিক শিক্ষকদের মতামত চাই”।