অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


চলতি বছরেই সবার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন হবে: স্বাস্থ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই ফেব্রুয়ারি ২০২২ বিকাল ০৩:২৯

remove_red_eye

৪১৬

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি বছরের মধ্যে সবার টিকার পূর্ণ ডোজ সম্পন্ন হবে। এ বছরের ডিসেম্বর নাগাদ টিকা নিতে সক্ষম সবাইকে পূর্ণ ডোজের আওতায় আনা হবে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। দেশের ৭০ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। টার্গেটেড পিপলের ৮২ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। দেড় থেকে পৌনে ২ কোটি মানুষ এখনও টিকা নেয়নি।  সবাইকে টিকা নিতে আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, হাসপাতালে রোগীর সংখ্যা এখন আড়াই হাজারের মতো। ঢাকা বিভাগে দেড় হাজারের মতো। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার সেভাবে বাড়েনি, অন্য দেশে যেভাবে হয়েছে।





আরও...