অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৩৭

remove_red_eye

৩৪৫

 ভোলার দৌলতখানে হিজড়া সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ ফ্রেব্রæয়ারি) সকালে উপজেলা ভূমি অফিস সংলগ্ন এলাকায় দৌলতখানে বসবাসরত হিজড়া সম্প্রদায়ের মাঝে এসব শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, সাবান সহ ইত্যাদি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও শীতে অসহায় জীবনযাপন করেন দৌলতখানে বসবাসরত হিজড়া সম্প্রদায় । করোনা ভাইরাসে তারা কর্মহীন হয়ে পড়ায় দুর্ভোগ লাগবে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।