অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবসে বই পড়ার আহবান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:২২

remove_red_eye

৩৫৯

ভোলায়  ৫ ফেব্রæয়ারি জাতীয় গ্রন্থাগার দিবসে বই পড়ার গুরুত্ব ও সবাইকে বই পড়ার আহবান জানানো হয়। দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে দিকে ভোলা গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহবান জানান অতিথিরা।


‘‘সুবর্ণজয়ন্তীর আঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, ভোলা সহাকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সালেহ আহমেদ। ভোলা সরকারি গণগ্রস্থাগারের লাইব্রেরীয়ান মোঃ জালাল হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, বিশ^ সাহিত্য কেন্দ্রের পাঠক ফোরামের সভাপতি মোঃ জুন্ন রায়হান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মশিউর রহমান পিংকু।


এসময় সামাজির দূরত্ব ও স্বাস্থ্য বিধি মনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় আংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





আরও...