অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী আলোচনা সভা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই আগস্ট ২০১৯ রাত ১০:৫৬

remove_red_eye

৪৬৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে শহরে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে প্রশাসনের কর্মকর্তা,ডাক্তার,নার্সসহ স্থাস্থ্য বিভাগের কর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ভোলা সিভিল সার্জন ডা: রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে দিবসটি আলোচণা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় বক্তারা,জন্মের পর নবজাতক শিশুর জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে বলেন,মায়ের দুধের কোন বিপকল্প নেই। তাই জন্মের পর সকল শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জন্য পরার্মশ দেয়া হয়। মায়ের দুধ না খাওয়ালে শিশুর নানা ধরনের রোগে আক্রান্ত হয়।