অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

৩৩৪



তজুমদ্দিন প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন- মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তের আলোকে দেশের সব ভ‚মিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। একসঙ্গে এত মানুষকে জমির মালিকানাসহ সেমিপাকা ঘর দেয়া পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল। তিনি মনে করেন, আশ্রয়ণে ছিন্নমূল বিশাল সংখ্যক জনগোষ্ঠী স্থায়ী আবাসনের পাশাপাশি আতœকর্মসংস্থানেরও সুযোগ পাচ্ছে। এতে দারির্দ্য বিমোচন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে তজুমদ্দিন উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে মুজিব শতবর্ষ উপলক্ষে শম্ভুপুর ও চাঁদপুর ইউনিয়নের ১৫০ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জমি ও গৃহ প্রদান এবং তজুমদ্দিনে ৩ কোটি ২২লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত আধুনিক ডাকবাংলোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ স¤পাদক ফজলুল হক দেওয়ান, চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, সোনাপুর চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মলংচড়া চেয়ারম্যান নুরুন্নবী শিকদার, শম্ভুপুর চেয়ারম্যান মোঃ রাসেল প্রমূখ।