অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মৎস্য দপ্তরের অভিযানে জব্দকৃত নোঙ্গর তজুমদ্দিনে নিলামে বিক্রি


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৩৮১



তজুমদ্দিন প্রতিনিধি :  ভোলার তজুমদ্দিনে উপজেলা মৎস দপ্তরের কম্বিং অভিযানে উদ্ধার হওয়া জব্দ ৩২ টি নোঙ্গর নিলামে বিক্রি করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুর ১টায় শশীগঞ্জ ¯øুইজ মৎস ঘাট এলাকায় এসব নোঙ্গর বিক্রির জন্য উন্মোক্ত নিলাম ডাকেন ইউএনও মরিয়ম বেগম।
উপজেলা মৎস কর্মকর্তা আমির হোসেন জানান, মৎস স¤পদ রক্ষার জন্য মেঘনার বিভিন্ন এলাকায় কোষ্টগার্ড সদস্যদের সমন্বয়ে পরিচালিত কম্বিং অপারেশনে মাসব্যাপি অবৈধ জাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এসব অভিযান কালে ৩২ টি নোঙ্গর জব্দ করা হয়। উদ্ধারকৃত নোঙ্গর উপজেলা নির্বাহি কর্মকর্তা জনসম্মূখে নিলাম ডাক দেন। এগুলো ৪৫ হাজার ৩০৫ টাকায় সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রি করা হয়।নিলাম ডাক পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আমির হোসেন, তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারন স¤পাদক এম, নুরুন্নবী, সাংগঠনিক স¤পাদক সেলিম রেজা, মৎস ব্যবসায়ী আব্দুল মান্নান, আলমগীর, মোঃ নুরনবী প্রমূখ।