অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১১:৫৯

remove_red_eye

৫২৪


ভোলায় ৫ম বারের মত ' জাতীয়  নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায়  জেলা প্রশাসকের সভাকক্ষে  জাতীয়  নিরাপদ খাদ্য দিবস-২০২২' উদযাপন উপলক্ষ্যে খাদ্যের নিরাপদতা' বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ বছর দিবসের প্রতিপাদ্য ছিলো- সু স্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি।


 জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সুজিত হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক  মোঃ তৌফিক ই-লাহী চৌধুরী ।  এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক এম হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক এম এ তাহেরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।





আরও...