অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়ন পরিষদ সদস্যদের শপথ গ্রহণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:৩৫

remove_red_eye

৪১৯

ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান  নির্বাহী অফিসার মরিয়ম বেগম।


সোনাপুর ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ৯জন এবং সংরক্ষিত সদস্য হিসেবে শপথ নিয়েছেন ৩ জন।এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, নির্বাচন কর্মকর্তা আমীর খসরু গাজী, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদুল্যাহ কিরণ,সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার,চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, মলংচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।