অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২২ রাত ১২:২৪

remove_red_eye

৫৫৯

অচিন্ত্য মজুমদার II ভোলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান (১) ও মোঃ আব্দুল হাই (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিবপুর ও ধনিয়া ইউনিয়নে এ মৃত্যুর ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বশারের দেড় বছরের শিশু আরিয়ান বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছি।

একপর্যায়ে সকলের অগচরে সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় আরিয়ানকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলগী গৰামে মোঃ সাজু মিয়ার ৪ বছরের ছেলে মোঃ আব্দুল হাই উঠনে খেলা করছিলো।

এক পর্যায়ে পরিবারের সকলের অজান্তে সে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি পর আব্দুল হাইকে কোথাও পাওয়া যায়নি। পরে পুকুরের পানিতে ভেসে উঠলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।





আরও...