অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


৫০ রানের বড় ব্যবধানে কুমিল্লাকে হারাল ঢাকা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

৪৪৮

 কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে মিনিস্টার ঢাকা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নামে কুমিল্লা। ৫ বলে ৬ রান করে শুরুতেই ফেরেন মোহাম্মদ শেহজাদ। ১৪ বলে ১৫ রান করে ইমরান উজ জামানও সাজঘরে ফেরত যান। ৩৫ বলে ৪৬ রান করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল।

এরপর থেকে ঢাকার ইনিংসটাকে একরকম একাই টানেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুড়ো হারের ভেল্কিতে ৩ চার ও ৪ ছক্কায় ৪১ বলে ৭০ রান আসে তার ব্যাট থেকে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান করে ঢাকা।

 

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে কুমিল্লাও। ৩ বলে কোনো রান না করে সাজঘরে ফেরত যান লিটন দাস। ইনিংস লম্বা করতে পারেননি ফাফ ডু প্লেসিসও। ৭ বলে ৮ রান করে আউট হন তিনি।

এরপর কুমিল্লা শিবিরে আশার আলো দেখান ইমরুল কায়েস ও মাহমুদুল হাসান জয়। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। ২৩ বলে ২৮ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান কায়েস। ৮ চারে ৩০ বলে ৪৬ রানে আউট হন মাহমুদুল হাসান জয়ও।

 

এরপরের কোনো ব্যাটসম্যানই আর দলের হাল ধরতে পারেননি। ১৩১ রানে অলআউট হয়ে যায় কুমিল্লা। ২ ওভার ৩ বল হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন রাসেল।