অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


করোনায় আক্রান্ত মনপুরার ইউএনও


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২২ রাত ১১:৩৯

remove_red_eye

৩৬৫

 ভোলার মনপুরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও গলাব্যাথা অনুভব করছিলেন। তবে তিনি সুস্থ্য আছেন।
সোমবার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া।

তিনি জানান, শনিবার জ্বর ও গলাব্যাথা অনুভব করলে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন । পরে রোববার করোনা নমুনার পরীক্ষায় ফলাফলে করোনা পজেটিভ আসে। তিনি শাররীকভাবে সুস্থ্য আছেন। বর্তমানে তিনি ইউএনও এর বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।

মনপুরা ইউএনও মোঃ শামীম মিঞা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেন। এছাড়াও তিনি সুস্থ্যতার জন্য সকলের দোয়া কামনা করেন।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, নমুনা পরীক্ষার ফলাফলে ইউএনও এর শরীরের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।