অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশন বাজারের অবৈধ দোকান উচ্ছেদ , ৬ জনের জরিমানা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৯ রাত ১১:৩৯

remove_red_eye

৫২৮

আমিনুল ইসলাম, চরফ্যাশন : চরফ্যাশন উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমারের নেতৃত্বে পুলিশ প্রশাসন চরফ্যাশন বাজারে অবৈধ ফুট-পাথে দখল করে থাকা দোকান পাট উচ্ছেদ করেছেন।
বুধবার বেলা সাড়ে ১২টায় সদর রোড থেকে শুরু করে থানা রোড, শরীফ পাড়া, হাসপাতাল রোডসহ কয়েকটি সড়ক থেকে অবৈধ দোকান, যেমন, আম, কমলা, মালটা, পান-সিগারেট ও চায়ের দোকানসহ প্রায় শতাধিক দোকনা-পাট উচ্ছেদ করা হয়েছে। ঈদের পূর্ব মূহুত্বে যানজট নিরসনে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। চরফ্যাশন পৌরসভার একজন সচেতন নাগরিক মাহাবুবুর রহমান বলেন, অবৈধ দোকান উচ্ছেদের ফলে সদর রোডটি যানজট মুক্ত হয়েছে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এসকল অবৈধ দোকনপাট যেন অসাদু লোকদের সহায়তায় না বসাতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ ছাড়াও পরিস্কার পরিছন্নতা না থাকায় ও যেখানে সেখানে অপ্রয়োনীয় আসবাব পত্র রাখার দায়ে ৬ জন দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রম্যমান আদালত।