অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে মাছের পোনা অবমুক্ত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৯ রাত ১১:৪২

remove_red_eye

১০৯৯

চরফ্যাশন প্রতিনিধি : মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নেতৃত্বে বুধবার দুপুর ২টায় থানা চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশিস কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার, উপজেলা শ্রমীক লীগের সভাপতি শাহাজান মিয়া, উপ-পুলিশ পরিদর্শক(এস আই) নাজমুল ইসলাম, আজিজুল ইসলামসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী ও পুকুরে দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়।