অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় করোনায় ১ জনের মৃত্যু : নতুন আরো ৫৯ জন আক্রান্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২২ রাত ০১:১৬

remove_red_eye

৬১৫

অচিন্ত্য মজুমদার ।।  

ভোলায় প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমন। প্রায় চার মাস পরে করোনা আক্রান্ত হয়ে আবু তাহের (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোলা সদর হাসপাতালের কোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে। তিনি গত ২৩ জানুয়ারি অসুস্থ হয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে ভোলায় করোনা আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, দৌলতখানে ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৫ জন, চরফ্যাশনে ৫ জন ও মনপুরা উপজেলায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর সর্বশেষ করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেন।  

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, গত ২৪ ঘন্টায় ১৪২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪২.৫৪ শতাংশ। এর একদিন আগে বুধবার আক্রান্তের হার ছিল ৩৪.২৫ শতাংশ। নতুন আক্রান্ত ৫৯ জনের মধ্যে ২৮ জন ভোলা সদর, ৩ জন দৌলতখান, ৩ জন বোরহানউদ্দিন, ৪ জন লালমোহন, ১ জন তজুমদ্দিন, ১৬ জন চরফ্যাশন ও ৪ জন মনপুরা উপজেলার বাসিন্দা। এপর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৬ জনে । এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৭৭৮ জন। জেলায় বর্তমানে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩৯৮ জন।

 

এছাড়া গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ৩ জন ভর্তি সহ বর্তমানে ১৭ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত আইসোলেশন ইউনিটে ২ হাজার ৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১ হাজার ৯৮৯ জন বাড়ি ফিরেছেন।

 

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৩৫ হাজার ৫৯১ জনের নমুনা সংগ্রহ করে র‍্যাপিড অ্যান্টিজেন কিটস এবং আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়েছে।





আরও...